
নাজমুস সাকিব মুন, পঞ্চগড়: পঞ্চগড়ে বজ্রপাতে ফজলে রাব্বী (১৮) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে কহুরুহাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রাব্বী ওই এলাকার আব্দুর রশিদের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকেলে বাড়ির পাশে যমুনা নদীতে মাছ ধরছিলেন রাব্বী। এ সময় বৃষ্টি শুরু হলে একপর্যায়ে বজ্রপাত শুরু হয় এবং সেই বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে, তার বাড়িতে নিয়ে যায়।
চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বজ্রপাতে ফজলে রাব্বী নামে এক শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।