

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অজ্ঞাত এক বৃদ্ধের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ খবর পেয়ে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ইজারকান্দী কবরস্থানের পাশে পড়ে থাকা অবস্থায় লাশটি উদ্ধার করে। বৃদ্ধের বয়স ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে হতে পারে।
কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই রাসেল ঘটনাস্থল থেকে ফিরে জানান, ইজারকান্দী কবরস্থানের পাশে একটি খালি স্থানে পড়ে থাকা অবস্থায় বৃদ্ধের লাশটি উদ্ধার করা হয়। তার পড়নে লুঙ্গি ও গায়ে পাঞ্জাবি রয়েছে। কোমরে মাথায় পাগড়ি বাঁধার একটি বড় রুমাল রয়েছে। তবে এসআই মৃতের পরিচয় শনাক্ত করতে পারেনি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মৃতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত দেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত রয়েছে।
তিনি আরো বলেন, ‘মনে হচ্ছে রাতে শিয়াল বা কুকুরে কামড়িয়ে মরদেহ ক্ষতবিক্ষত করেছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে বা কখন হয়েছে। তা ময়না তদন্তের পর সঠিকভাবে বলা যাবে।’