

সাইফুল ইসলাম মুকুল, রংপুরঃ রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নজরুল ইসলাম (৪৫) নামে একজন মারা গেছেন। তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা উপ-স্বাস্থ্য পরিদর্শক পদে কর্মরত ছিলেন।
বুধবার রাতে ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়েছে।করোনায় আক্রান্ত হয়ে গত ৮ জুলাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মৃত নজরুল ইসলাম রংপুর নগরীর বুড়িরহাট চব্বিশ হাজারি এলাকার বাসিন্দা। করোনা ছাড়াও ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন তিনি।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায়। তিনি জানান, নতুন একজনসহ জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৪ জনে। বর্তমানে রংপুরে এই ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৫৯ জন। এদের মধ্যে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থেকে ৯২৫ জন সুস্থ হয়েছেন।