

অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা- কুড়িগ্রামের ফুলবাড়ীতে বৈদুতিক হাউস ওয়ারিংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুলাই) দুপুরে এই নির্মম ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামে। নিহত যুবক ওই এলাকার ঈশা মামুদের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর আড়াইটার দিকে শফিকুল ইসলাম নিজ বাড়ীতে বৈদুতিক হাউস ওয়ারিংয়ের করতে গিয়ে অসাবধানতা বসত বিদ্যুতস্পৃষ্টে মারাক্তক আহত হয়। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিৎিসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ফুলবাড়ী হাসপাতালের মেডিকেল অফিসার ডা: তাসলিমা নাসরিন বিদ্যুতস্পৃষ্টে যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।