

সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি- সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক ও নসিমনের সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করছেন। পুলিশ দুই জনের লাশ উদ্ধার করলেও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
আজ সোমবার (২০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।
তাড়াশ ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার এস.এম রেজাউল করীম জানান, সকালে ঢাকা থেকে রড বোঝাই একট্রি ট্রাক রাজশাহীর দিকে যাচ্ছিলো। ট্রাকটি হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার খালকুলা নামকস্থানে পৌছলে চালক নিয়ন্ত্রণ হারালে একটি নসিমনের সাথে সংঘর্ষ বাধে। এতে নসিমনটি ট্রাকের নিচে আটকে যায়। ঘটনাস্থলেই দুই জন নিহত হয় ও পাঁচজন আহত হয়। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে তিনি জানান।