

আন্তর্জাতিক ডেস্ক- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। রাজধানী রিয়াদের কিং ফয়সাল বিশেষায়িত হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
সোমবার সকালে রাজকীয় এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর রয়টার্সের।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ৮৪ বছর বয়স্ক সৌদি বাদশাহ গলব্লাডারের সমস্যায় ভোগছেন। তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার মেডিকেল টেস্ট করা হবে।
বাদশাহ সালমান ২০১৫ সাল থেকে বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক ও যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব শাসন করছেন। এর আগে, ২০১২ সাল থেকে আড়াই বছরেরও বেশি তিনি দেশটির যুবরাজ ও উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, ৫০ বছরেরও বেশি সময় ধরে রিয়াদের গভর্নরও ছিলেন এ নেতা।
বাদশা সালমানের পর সিংহাসনে বসবেন তার পুত্র মোহাম্মদ বিন সালমান। ৩৪ বছর বয়সী এ যুবরাজই মূলত সৌদি আরবের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি দেশটির অর্থনীতিতে তেলনির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিয়েছেন।