

মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে প্রতিদিনিই বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। আর এতে করে জেলার করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। জেলায় নতুন করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের আরএমওসহ ৪৯জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১৮৯ জন।
নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ২২জন, মির্জাপুরে ২জন, ভূঞাপুরে ২জন, ঘাটাইলে ৩জন, দেলদুয়ারে ৪জন, মধুপুরে ৫জন, গোপালপুরে ৫জন ও সখীপুরে ৬ জন রয়েছেন। চলতি মাসেই ১৯ দিনেই জেলায় ৫ শতাধিক করোনা রোগী শনাক্ত হয়েছেন।
সোমবার (২০ জুলাই) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল সিভিল সার্জন অফিস সূত্র জানা যায়, ঢাকায় প্রেরিত নমুনার ফলাফল আজ সকালে আসে। এতে নতুন করে ৪৯ জন করোনায় আক্রান্ত হন।করোনায় জেলায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে। মোট সুস্থ হয় ৬৪৮ জন। আর চিকিসাধীন রয়েছেন ৫২০ জন।
সূত্র আরো জানায়, জেলায় এপ্রিল মাসে ২৪ জন, মে মাসে ১৪১, জুন মাসে ৪৪৭ এবং জুলাই মাসে (আজ পর্যন্ত) ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মাস ভিত্তিকি করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।
এছাড়া সখীপুর উপজেলায় এক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।