

সময়ের কণ্ঠস্বর, ঢাকা- পাকিস্তানে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে রুহুল আলমকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমানে পর্তুগালের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন তিনি।
সোমবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রুহুল আলম সিদ্দিক বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পররাষ্ট্র ক্যাডারের একাদশ ব্যাচের কর্মকর্তা। কূটনৈতিক ক্যারিয়ারে তিনি সিঙ্গাপুর, বার্লিন, নয়াদিল্লি ও করাচিতে বাংলাদেশ মিশনে সক্ষমতার স্বাক্ষর রেখেছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জনপ্রশাসনে স্নাতকোত্তর অর্জন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয় থেকে পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ে স্নাতকোত্তরও করেন।
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তানে বাংলাদেশের বর্তমান হাইকমিশনার তারিক আহসানকে পর্তুগালের রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।