

মইনুল হোসেন প্লাবন, শেরপুর- শেরপুরে ‘শেখ হাসিনার বার্তা নারী-পুরুষ সমতা’ এ স্লোগানকে ধারণ করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ২০ জন গরীব, দুঃস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শেরপুর জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ওইসব সেলাই মেশিন বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।
ওইসময় তিনি বলেন, শেখ হাসিনার উদ্যোগ নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে একজন উদ্যোক্তা হিসেবে গড়তে তুলে স্বাবলম্বী করা কোনো মানুষ বা কোন পরিবার অর্থনৈতিক চাহিদা থেকে পিছিয়ে থাকবে না। এ জন্য সরকারের সেলাই মেশিন প্রকল্প অসহায় ও দুস্থ পরিবারে অনেক বড় ভূমিকা রাখবে।
শেরপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক লৎফুল কবিরের সভাপতিত্বে বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ কন্যা ডা. শারমিন রহমান অমি। ওইসময় বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।