

নাজমুল হাসান রাকিব, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় বৈশ্বিক মহামারী করোনায় ক্ষতিগ্রস্ত ৬০৪ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ইউএনডিপি-সিএইচটিডিএফ এর অর্থায়নে বৃহস্পতিবার (২৩ জুলাই) গুইমারা টাউন হল প্রাঙ্গনে এই খাদ্য সামগ্রী সহায়তা দেওয়া হয়।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী উপহার তুলে দেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার আহমেদ এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউএনডিপি’র প্রতিনিধি উচিমং চৌধুরী, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেমং মারমা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, বৈশ্বিক মহামারি করোনা মোকাবেলায় আমাদের সকলকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। করোনাকে ভয় না করে সচেতন থেকে জয় করতে হবে। তাই সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্য বিধি মেনে চলার কোন বিকল্প নেই।