

দেওয়ান আবুল বাশার, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে মাদক সেবনের দায়ে মাসুদুর রহমান শিশির (২৬) নামে এক যুবককে গ্রেফতার ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে পৌরসভার দুধবাজার এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়।
পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছে মানিকগঞ্জ জেলা প্রশাসন।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন।
অভিযুক্ত মাসুদুর রহমান শিশির মানিকগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ডের দুধবাজার এলাকার নূর আলম অলকের ছোট ছেলে বলে জানা গেছে।
তাসমীয়া আক্তার রোজী জানান, জেলা প্রশাসক জনাব এস এম ফেরদৌস এর তত্বাবধানে ও সার্বিক দিক নির্দেশনায় এ অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সদর থানা পুলিশ।