

শাহ্ আলম শাহী,স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকেঃ দিনাজপুরের নবাবগঞ্জে পারিবারিক কলহের জেরে ভাই ও ভাতিজার ধারালো অস্ত্রের আঘাতে নিহত হয়েছে শাহাজুল ইসলাম(৫৫) নামে একব্যক্তি। নিহত শাহাজুল নবাবগঞ্জ উপজেলার ছোট চেরাগপুর গ্রামের বাবর আলী বাবুর ছেলে।
ঘটনাটি ঘটেছে,আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলা নন্দনপুর এলাকায় পুকুর পাড়ে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানায়, কয়েক দিন আগে চুরির অপরাধে শাহাজুল তার ভাই আহাদ আলীর ছেলে ভাতিজা তাজ উদ্দিনকে মারপিট করে।
ওই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় নন্দনপুর এলাকায় পুকুর পাড়ে শাহাজুলকে একাকী পেয়ে আহাদ আলী ও তার দুই ছেলে আটক করে। পরে ধারালো অস্ত্র দিয়ে শাহাজুলকে আঘাত করলে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে।উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শাহাজুলের মৃত্যু হয়।