

জামালপুর প্রতিনিধি: মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনয়নের নাদাগাড়ী অংশে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ১০০ ফুট ধসে গেছে ফলে ঐ অংশ দিয়ে প্রবল বেগে পানি প্রবেশ করে ৫০ টি বাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। এতে আশপাশের নতুন করে ১০টি গ্রাম আবারো প্লাবিত হয়ে পড়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, তৃতীয় দফার বন্যায় যমুনা নদীর পানি গতরাতে হঠাৎ করে ব্যাপক বেড়ে গেলে ভোরে এই বাঁধের অংশটি বিকট শব্দে ভেঙ্গে যায়। মুহুত্তেই প্রবল পানি স্ত্রোতে ঐ এলাকার ৫০ টি কাাঁচা পাকা বাড়িঘর ভাঙ্গনের শিকার হয়। আশপাশের প্রায় ১০ টি গ্রামে আবারো নতুন করে প্লাবিত হয়ে গেছে।
শুক্রবার সকালে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম ও অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক বাঁধ এলাকা পরিদর্শন করেছেন।