

স্টাফ করেসপন্ডেন্ট, সময়ের কণ্ঠস্বর: গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সেবার মান উন্নত করণ, হাসপাতালের সার্বিক উন্নতিসাধন, করোনাকালীন সংকটে রোগীদের যথাযথ সেবা প্রদান, হাসপাতালে কর্মরত চার শতাধিক নার্সদের সার্বিক কল্যান ও তাদের মধ্যে ঐক্য সাধনের লক্ষ্যে ’নার্সেস ঐক্য পরিষদ গঠন করা হয়েছে।
গত বুধবার (২২ জুলাই) দুপুরে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের সভাকক্ষে নার্সিং সুপারভাইজার শামসুর নাহার বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ৩১ সদস্য বিশিষ্ঠ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ঐক্য পরিষদ গঠন করা হয়।
পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন একটিং নাসিং সুপারভাইজার বেবী রাণী পাল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নাসিং কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন ভূইয়া। সহ-সভাপতি হয়েছেন খান মোহাম্মদ মফিজ উদ্দিন, মোহম্মদ জয়নাল আবেদিন, কামাল হোসেন মোল্লা, রিক্তা হালদার, হাসনা হেনা, আবুল ফজল, নাজমা ইয়াসমিন। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো: লুৎফর রহমান।