

সময়ের কণ্ঠস্বর ডেস্কঃ রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। শনিবার রাতে ইসরাফিল আলমের স্ত্রী সুলতানা পারভীন বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, শারীরিকভাবে অসুস্থতা বোধ করলে দুই সপ্তাহ আগে চিকিৎসার জন্য সাংসদকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে গত ১৪ জুলাই গ্রামের বাড়িতে যান। ২৩ জুলাই হঠাৎ করে গুরুতর অসুস্থ হলে আবারো তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানে তার করোনা শনাক্ত হয়। তাকে ভেন্টিলেশন দিয়ে রাখা হয়েছিল। আজ অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।
সাংসদ ইসরাফিল আলমের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী সুলতানা পারভীন।
উল্লেখ্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসরাফিল আলম ২০০৮ সাল থেকে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য।