
সাইফুল ইসলাম মুকুল, রংপুর- রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় ট্রাক চাপায় এক শিশুসহ দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার শঠিবাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বেলা ১২দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাতি এলাকা থেকে লাভলু মিয়া নামে এক ব্যাক্তি ও তার ৯ বছর বয়সী ভাতিজি জুইসহ মোটর সাইকেল যোগে মিঠাপুকুর উপজেলা সদরে আসছিলেন। তারা রংপুর ঢাকা মহাসড়কের শঠিবাড়ি এলাকায় আসতেই পেছন থেকে একটি ট্রাক মোটর সাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়।
পুলিশ নিহত দুজনের লাশ উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মিঠাপুকুর থানার ওসি জাফর আলী জানান, ঘাতক ট্রাকটি আটক করা যায়নি। তবে তাদের চিহ্নিত করার চেষ্টার চলছে।