
শাহ্ আলম শাহী, স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে- করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দিনাজপুরে ব্যাতিক্রম কোরবানি পশুর হাট বসিয়েছে সেনাবাহিনী।
দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় “ওয়ান ওয়ে” ব্যতিক্রম এই কোরবানি পশু’র হাট উদ্বোধন করে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ ব্রিগেডের অধিনস্থ ফোর হর্স ইউনিট।
জেলায় স্বাস্থ্যবিধি মেনে এই প্রথমবারের মতো ওয়ান ওয়ে আদর্শ পশুর হাটের উদ্বোধনী অনুষ্ঠনের নেতৃত্ব দেন, ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ ব্রিগেডের অধিনস্থ ফোর হর্স ইউনিটের ক্যাপ্টেন মো. ইসতিয়াজ আরাফাত।
করানার সংক্রমণ এড়াতে দিনাজপুরের ঐতিহ্যবাহী রেলবাজার হাট’টি স্থানান্তর করা হয়েছে, শহরের উপকন্ঠ খোলা মেলা পরিবেশ জায়গা মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
ব্যতিক্রমী এই পশু হাটটিতে ক্রেতা-বিক্রেতা হাটের গেটে হাত ধোয়ার ব্যবস্থা, জীবানু নাশক স্প্রে, বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সামাজিক দূরত্ব মেনে চলে পশু ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করেছে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ১৬ ব্রিগেডের অধিনস্থ ফোর হর্স ইউনিট। শুধু তাই নয়, জেলা প্রশাসনে পক্ষে স্থান নির্বাচনের পর থেকে সেনাবাহিনী নজরদারি ও মনিটরিং অব্যাহত রেখেছে, এই ব্যতিক্রম পশু হাটের।