
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক মো. আতাউল গনিসহসহ জেলায় নতুন করে ৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫১৫ জনে।
এদের মধ্যে টাঙ্গাইল সদরে ২৯ জন, নাগরপুরে ২, মির্জাপুর ৩, বাসাইল ৭, কালিহাতী ৭, ভূঞাপুর ১ ও ধনবাড়িতে ৩ জন। বর্তমানে জেলা প্রশাসনের করোনায় আক্রান্তের সংখ্যা ১২ জন।
মঙ্গলবার (২৮ জুলাই) টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. আতাউল গনি তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন। তিনি এখন সরকারি বাসভবনে চিকিৎসাধীন আছেন।
টাঙ্গাইলের সিভিল সার্জন অফিস জানায়, আক্রান্তদের মধ্যে ৮৫৩ জন সুস্থ হয়েছেন। মৃত্যুবরণ করেছেন ২৫ জন। এছাড়াও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮৫ জন। টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও মোট কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন ১৫২৯৬ জন।
উল্লেখ্য, গত ৮ জুলাই টাঙ্গাইলের ৩৭তম জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো.আতাউল গনি।