
দেওয়ান আবুল বাশার, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে বন্যাদুর্গত পাঁচ শতাধিক অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার সদর উপজেলার দিঘি ইউনিয়ন পরিষদ চত্তরে এবং পল্লীবিদ্যুৎ সমিতির কার্যালয় প্রাঙ্গনে, বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের পৃষ্ঠপোষকতায় ৭১ মেকানাইজড ব্রিগেডের ব্যবস্থাপনায় চাল, ডাল, তেল, চিনি, লবন, সাবানসহ প্রায় ১০ কেজি ওজনের নিত্য প্রয়োজনীয় জিনিস পত্র বিতরণ করা হয়। এসময় পানির কারণে যারা বাড়ি থেকে বের হতে পারেনি তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হয়৷
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন, সাভার সেনানিবাসের ১৫ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মো.ওয়াদুদ উল্লাহ চৌধুরী, মানিকগঞ্জের জেলা প্রশাসক এস,এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, মেজর ফেরদৌস হোসাইন ভূইয়া, ক্যাপ্টেন তুহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন প্রমুখ।
ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপ কালে লেঃ কর্ণেল ওয়াদুদ বলেন, সাধারণ মানুষকে করোনাভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বর্তমানে সেনাবাহিনী বানভাসি অসহায় মানুষদেরকে সাধ্যমতো ত্রাণ এবং অন্যান্য সহায়তা দিয়ে যাচ্ছে। সেনা প্রধানের নির্দেশনা অনুযায়ী আমরা বন্যার্তদের পাশে আছি এবং থাকবো।