
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি- পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রফতানি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬ টা থেকে মঙ্গলবার (৪ আগস্ট) পর্যন্ত টানা ৬ দিন এ স্থলবন্দরে সবধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৫ আগষ্ট হতে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের মতই স্বাভাবিকভাবেই স্বাস্থ্যবিধি মেনে চালু হবে।
বুধবার (২৯ জুলাই) পঞ্চগড় আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদি হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদুল আযহা উপলক্ষে গত মঙ্গলবার (২৮ জুলাই) অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক টানা ৭ দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। তবে বন্দরে পচনশীল খাদ্যদ্রব্য তথা বিপুল পরিমাণ ভুট্টা, আদা, ডালের গাড়ি আটকে যাওয়ায় একদিন ছুটি কমিয়ে রিসিডিউল করে ছয়দিন আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করা হয়েছে।
০৫ আগষ্ট থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিক ভাবেই চালু হবে বলে জানান মেহেদি হাসান খান বাবলা।