
আন্তর্জাতিক ডেস্কঃ ত্যাগ, শান্তি, সৌহার্দ্য আর আনন্দের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এলো পবিত্র ঈদুল আজহা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট ও বিশ্বব্যাপী মুসলিম সম্প্রদায়ের কাছে ব্যাপক জনপ্রিয় নেতা রিসেপ তাইপ এরদোগান।
এক ভিডিও বার্তায় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, “ঈদুল আজহা আমাদের মধ্যে নির্মলতা, মঙ্গল এবং বিশ্বে শান্তি বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক”
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ভিডিও সহ এক বিবৃতিতে রিসেপ তাইয়িপ এরদোগান বলেছেন, “আমরা আল্লাহর প্রশংসা করি, যিনি আমাদের আরেকটি ঈদুল আজহা পালন করার সুযোগ করে দিয়েছেন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে এই পবিত্র দিনগুলি আমাদের জাতি, ইসলামী বিশ্ব এবং সমগ্র মানবতার জন্য একটি সুন্দর পরিস্থিতি তৈরিতে সহায়তা করবে।”
একই সাথে তিনি বলেন, “দুর্ভাগ্যক্রমে, এই বছর আমরা ঈদুল আজহা কিছুটা দুঃখের সাথে পালন করছি যেহেতু করণোভাইরাস মহামারীজনিত কারণে হজ সীমিত উপায়ে পালন করা হচ্ছে। তবে আমি আশাবাদী পরের বছর লক্ষ লক্ষ মুসলমান আবারও পবিত্র কাবা এবং পবিত্র ভূমিতে শ্রদ্ধা, ভালোবাসা এবং আনন্দের সাথে যোগ দেবেন।”
এছাড়াও তিনি তুরস্কে ৩১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত ঈদ উৎসব পালনের ঘোষণা দিয়েছেন।
এদিকে টেলিফোনালাপে শুক্রবার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িব এরদোয়ান। এছাড়া এসময় এই দুই নেতা অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।