
আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরীক্ষা কম করলে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যাও কম হবে। রবিবার (২ আগস্ট) এক টুইটার বার্তায় তিনি এ কথা বলেন।
টুইটারে ট্রাম্প বলেছেন, আমাদের আরও আক্রান্ত রয়েছে। কারণ আমরা অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি পরীক্ষা করছি। এরমধ্যে আমরা ৬০ লাখের মতো মানুষের করোনা পরীক্ষা করেছি। আমরা যদি পরীক্ষা কম করি, তাহলে আক্রান্তের সংখ্যাও কমে আসবে। ইতালি, ফ্রান্স ও স্পেন কিভাবে কমালো? আমাদের বেশির ভাগ গভর্নর কঠোর এবং স্মার্টলি কাজ করেছেন। আমরা আবার শক্তিশালী হয়ে ফিরে আসবো।
উল্লেখ্য বিশ্বে করোনায় আক্রান্ত ও মৃত্যু দুটোই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি। টানা গত পাঁচদিন ধরেই দেশটিতে ৬০ হাজারেরও বেশি করে করোনার সংক্রমণ ঘটছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ৬১ হাজার ২৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছে ১ হাজার ৫১ জন। দেশটিতে এখন মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখেরও বেশি এবং মৃতের সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ৩১৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় আরও ৫ হাজার ৪শ’ মানুষের প্রাণ কেড়ে নিলো করোনাভাইরাস। নতুন প্রায় আড়াই লাখ সংক্রমণ শনাক্তে, বিশ্বজুড়ে কোভিড নাইনটিনে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১ কোটি ৮০ লাখ। মোট প্রাণহানি ৬ লাখ ৮৮ হাজার।
বিশ্বের বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন না হওয়ায় করোনা মহামারির প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানোম গেব্রিয়াসিস।