
আন্তর্জাতিক ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত রাম জন্মভূমি ট্রাস্টের প্রধান নৃত্য গোপাল দাস। গত বুধবার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে উপস্থিত ছিলেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে উত্তর প্রদেশের অযোধ্যায় রাম মন্দির নির্মাণে ভূমিপূজো অনুষ্ঠানে উপস্থিত হন ট্রাস্টের প্রধান নৃত্যু গোপাল দাস। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই মঞ্চে উপস্থিত ছিলেন নৃত্য গোপাল দাস।
ভূমিপূজায় মোদি তার গা-ঘেঁষে দাঁড়িয়েছিলেন, তাই এবার নড়েচড়ে বসেছে প্রধানমন্ত্রী দফতর। ওই পুরোহিতের কোভিড সংক্রমণের খবর পাওয়ার পর বেশ কয়েকজন কর্মকর্তাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।
মঞ্চে থাকা অন্যরা হলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল এবং বিজেপির আদর্শিক পরামর্শদাতা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত।
গোপাল দাস বর্তমানে মথুরায় আছেন। মথুরার জেলা ম্যাজিস্ট্রেট সরভাগ্য রাম মিশ্র বলেন, ‘মহারাজ গোপাল দাসের কিছুটা জ্বর আছে বলে আমরা খবর পেয়েছি। আমরা একটি মেডিকেল টিম পাঠিয়েছি। তারা পরীক্ষা করে ওষুধ দেওয়া হয়েছে। তাঁর হালকা শ্বাসকষ্টও আছে। আমরা তাঁর অক্সিজেনের মাত্রাও পরীক্ষা করেছি। এতে গুরুতর কিছু ধরা পড়েনি। পরে করোনা পরীক্ষা করা হলে তাঁর রিপোর্ট পজিটিভ আসে।’
এদিকে ভারতে কোভিড সংক্রমণের সংখ্যা এখন ২৫ লাখ ছুঁইছুঁই। মৃত্যু প্রায় ৫০ হাজারের কাছাকাছি। তবুও দেশটি পহেলা জুন থেকে স্বাভাবিক হওয়ার দিকে এগুতে শুরু করে। এতে প্রতিদিনই, মৃত্যুর নতুন নতুন রেকর্ড সৃষ্টি হচ্ছে। সচেতন মহলে বাড়ছে আতঙ্ক।
উল্লেখ্য, রাম মন্দিরের ভূমিপূজো অনুষ্ঠানের কিছুদিন আগেই দায়িত্বে থাকা এক পুরোহিত এবং নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ পুলিশকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়।