

সিরাজুল ইসলাম, সিরাজগঞ্জ প্রতিনিধি: বকেয়া মজুরি-বোনাস পরিশোধ, পাটকলে দুর্নীতির তদন্ত, জাতীয় জুট মিলসহ সকল পাটকল বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার, মজুরি কমিশন অনুযায়ী জাতীয় জুট মিলে অর্থ বরাদ্দসহ কয়েক দফা দাবিতে সিরাজগঞ্জের জাতীয় জুট মিলের শ্রমিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আজ বুধবার সকাল ১০ টায় জাতীয় জুট মিলের প্রধান গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিলের শ্রমিক কর্মচারী সমন্বর পরিষদের আহবানে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয় জুট মিলে মজুরি কমিশনের আওতায় বকেয়াসহ অর্থ বরাদ্দ, রাষ্টীয় মালিকানা রেখে লাভজনকভাবে সকল মিল পরিচালনা ব্যবস্থা, দেশের রাষ্টাত্তয় সকল জুট মিল বন্ধের সিন্ধান্ত প্রত্যাহার, চার বছরের মজুরী ও বোনাসের আইনানুগ বকেয়া ও পবিত্র ঙ্গদ-উল-আজহার বোনাস, জুট মিলের মজুরি কমিশনের বকেয়া এরিয়া প্রদান, পিচ রেট শ্রমিকদের মজুরি কমিশন অনুযায়ী মজুরি প্রদান ও আগামী তিন মাসের মধ্যে বন্ধ থাকা পাটকল পুনরায় চালুর দাবি জানান।
মানববন্ধনে জাতীয় জুট মিলের শ্রমিক কর্মচারী সমন্বয় পরিষদের যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন, আহ্বায়ক শহিদুল ইসলাম সহ পাটকল শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।