জাহিদ হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক গৃহবধুকে খুন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম সখিনা খাতুন (৩৫)। তিনি গয়ড়া গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী। এ ঘটনায় মর্জিনা খাতুন, তার স্বামী ইমানুর রহমান ঝন্টু ও ছেলে জাহিদ হাসানকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, নিহত সখিনার মেয়ে- জামাই বাড়িতে থাকা নিয়ে ভাসুর ইমানুর রহমান ঝণ্টুর ছেলে জাহিদ ও স্ত্রী মর্জিনা প্রায়ই গালিগালাজ করত। বুধবার দুপুরেও তাদের গালিগালাজ করার সময় উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মর্জিনা খাতুন ও তার ছেলে জাহিদ হাসান ধারালো অস্ত্র দিয়ে সখিনা খাতুন এবং তার মেয়ে রাজিয়া খাতুন (১৮) কে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই সখিনার মৃত্যু হয়। আর গুরুতর আহত হব রাজিয়া খাতুন। গুরুতর আহতাবস্থায় রাজিয়া খাতুনকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কলারোয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনীর উল গীয়াস বলেন, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।