
অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- টাঙ্গাইলে ৯৮ পিস ইয়াবাসহ রাহিম ভূইয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-৩ এর সদস্যরা।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে জেলার বাসাইল উপজেলার কাউলজানি ইউনিয়নের সুন্নাহ পটল পাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত কদর ভূইয়ার ছেলে।
বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১২, সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার ৩ কমান্ডার মো. রওশন আলী এ তথ্য জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহিম ভূইয়াকে ৯৮ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক বাসাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়।
আসামি তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে বাসাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।