

রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্রায় দেড়যুগ পরে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শাহজাদপুর উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শনিবার (২২আগষ্ট) সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ স্বাক্ষর করে এ আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
শাহজাদপুর উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক করা হয়েছে মোঃ আল মামুন হোসেন জুয়েলকে ও ১নং যুগ্ন আহ্বায়ক করা হয়েছে হোসাইন আলীকে। এ কমিটতে মোট ১০ জনকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। সদস্য সচিব করা হয়েছে মোঃ মাজহারুল ইসলাম (মাজা) কে, এই আহবায়ক কমিটিতে সাধারণ সদস্য হিসেবে আছে ৯ জনের নাম।
নবগঠিত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে তাদের অধীনস্থ ইউনিট কমিটি গঠন করে সিরাজগঞ্জ জেলা ছাত্রদল বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে