
জবি প্রতিনিধি: শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নীল দলের একাংশের উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয়।
শোকাবহ আগস্ট স্মরণে ১৫ ও ২১ ই আগস্টে নিহত শহীদদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) এর শিক্ষকদের নীল দল সমর্থিত একাংশের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আজ ২৩ আগস্ট রবিবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নীল দল সমর্থিত একাংশের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল সহ আরো উপস্থিত ছিলেন নীল দল সমর্থিত একাংশের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
দোয়া অনুষ্ঠানে ১৯৭৫ সালের ১৫ ই আগস্টে বঙ্গবন্ধু পরিবারের নিহত শহীদ সদস্যদের এবং ২০০৪ সালের ২১ আগস্টে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত শহীদদের আত্মার শান্তি ও রুহের মাগফেরাত কামনা এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।