
নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীর পল্লীতে পানিতে ডুবে রূপক (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১ টায় উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের পাল্টাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক ওই এলাকার বরুণ চন্দ্র বর্মন এর ছেলে। আলোয়াখোয়া আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।
স্থানীয় সূত্র জানান, বরুণ চন্দ্র বর্মন এর বাড়ির পাশে একটি পুকুর রয়েছে। পুকুরের পাশে খোলা জায়গায় সেখানে অন্যান্য শিশুদের সাথে খেলতে খেলতে খেলার শেষ পর্যায়ে বাকি শিশুরা নিজ নিজ বাড়িতে চলে যায়। শিশু রূপক সকলের অগোচরে পুকুরের পানিতে পড়ে যায়।
স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর ওই পুকুর থেকে তার মরদেহ ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
আটোয়ারী থানার অফিসার্স ইনচার্জ মোঃ ইজার উদ্দিন বলেন, এই ঘটনার একটি অপমৃত্যুর মামলা হয়েছে।