
মঈনুল হাসান রতন হবিগঞ্জ প্রতিনিধি- ইয়াবাসহ গ্রেফতার হবিগঞ্জের বানিয়াচং উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকালে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিক্তিতে মাহমুদ হোসেন খান মামুনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটককৃত মামুন বানিয়াচং উপজেলার পূর্ব তোপখানার নানু মিয়া মাস্টারের ছেলে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. শেখ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বানিয়াচং বড় বাজারের একটি ফার্নিসারের দোকানে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে মামুনকে ৩শ’ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২৪ ইঞ্চি লম্বা ১টি কিরিচ ও নগদ আড়াই হাজার টাকা উদ্ধার করা হয়।’
হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম জানান, আটক মামুনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার। একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে। পরে তাকে মঙ্গলবার বিকালে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।