
কামরুল হাসান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিজিবি’র পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে সহায়তা হিসেবে ভ্যান গাড়ি প্রদান করা হয়। বৃহস্পতিবার বিজিবি লেজার ক্যান্টিনের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সেক্টরের সার্বিক তত্ত্বাবধানে ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র ব্যবস্থাপনায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে যাকাত সামগ্রী বিতরণের অংশ হিসেবে এ ভ্যানগাড়ি বিতরণ করা হলো বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও বিজিবি’র সেক্টর কমান্ডার কর্ণেল মুরাদ ও ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র অধিনায়ক লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম পিএসসি।
উল্লেখ্য, বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সীমান্তবর্তী গরীব, দুস্থ ও খেটে খাওয়া মানুষদের সার্বিক সহযোগিতার নিমিত্তে ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়ন ইতিমধ্যে ৫ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী প্রদানের পাশাপাশি সেলাই মেশিন, ভ্যান-রিক্সা ও গবাদি পশু বিতরণ কার্যক্রম চলমান রেখেছে।