
হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে হামেদ মোল্লা (৫০) নামের এক পাট ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) সকালে জেলা শহরের কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা গ্রামের একটি ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত হামেদ ওই এলাকার মৃত মনো মোল্লার পুত্র। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশ ও স্থানীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার সময় হামেদ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে শুক্রবার সকালে পাশ্ববর্তী ভাড়াটিয়া মালঙ্গা গ্রামের ধানের ক্ষেতের মধ্যে লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে গলায় জামা দিয়ে পেচানো লাশটি উদ্ধার করে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে এ ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।
এদিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।