
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকা থেকে এক সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে বাড়ির বিল্ডিং সংলগ্ন একটি ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বন্দর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে নাজিম উদ্দিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ভবনে নাবিলা ট্রেডার্সের অফিস থেকে নাজিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ ফ্যান লাগানোর হুকের সঙ্গে ঝুলে ছিল। ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। বাকিটা ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে।’
মৃত ওই সিঅ্যান্ডএফ ব্যবসায়ীর নাম নাজিম উদ্দীন খন্দকার (৪৬)। তিনি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান নাবিলা ট্রেডার্সের সত্ত্বাধিকারী। নাজিম কুমিল্লার দেবীদ্বার থানাধীন উজানিপাড়া গ্রামের খন্দকার বাড়ির মৃত আব্দুল মান্নানের ছেলে।