
সময়ের কণ্ঠস্বর, খুলনা- খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালের সহকারী অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল জানান, ২৮ আগস্ট এসপি শফিউল্লাহ, তার স্ত্রী, দুই সন্তান এবং বাসার বাবুর্চির করোনা রিপোর্ট পজেটিভ আসে। এসপি শফিউল্লাহ রবিবার হাসপাতালে ভর্তি হন এবং বাকিরা বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন, বলেন শহীদুল ইসলাম।
পুলিশ সুপার এস. এম. শফিউল্লাহ বলেন, শারীরিকভাবে মোটামুটি ভালো আছি। তবে, বাসার চারজনের মাথায় সামান্য ব্যথা আছে। করোনা থেকে আরোগ্য লাভের জন্য তিনি সকলের দোয়া কামনা করেন।
এদিকে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া, নতুন করে ১ হাজার ৮৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ১০ হাজার ৮২২ জনে।
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৪৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ৯০৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৬৪.৯৬ শতাংশ।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।