
মনিরুজ্জামান মনির শৈলকুপা প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পানিতে ডুবে বায়েজিদ (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮টার দিকে উপজেলার রয়েড়া গ্রামে এ ঘটনা। বায়েজিদ রয়েড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
শিশুটির নানা মোজাম্মেল মন্ডল জানান, তার নাতী বায়েজিদ সকালে সবার অজান্তে খেলতে খেলতে কোন এক সময় পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে। পুকুর থেকে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয় বলে হতভাগা শিশুটির নানা জানান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, রবিবার সকালে উপজেলার রয়েড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।