
ইসলাম ডেস্ক- নারায়ণগঞ্জের বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে পুরো মসজিদের কাঁচ, দেয়াল, টাইলস, ফ্যানসহ সব ভেঙে ওলট-পালট হয়ে গেলেও মসজিদে অক্ষত রয়েছে পবিত্র আল কোরআন।
শনিবার (০৫ সেপ্টেম্বর) সকালে মসজিদে গিয়ে দেখা যায়, কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো রয়েছে অক্ষত।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জমশের আলী ঝন্টু জানান, জায়নামাজ, তসবিস, থাই গ্লাস, টাইলস ফেটে ভেঙে টুকরো টুকরো হলেও অক্ষত রয়েছে কোরআন শরীফ ও হাদিস শরীফ। পুড়েছে জায়নামাজ, প্লাস্টিকের চেয়ার, বিস্ফোরণে বাঁকা হয়ে গেছে ফ্যানগুলো। তবে কোরআন শরীফ ও হাদিস শরীফগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই আছে।
ওই এলাকার আবুল কাশেম জানান, পুরো মসজিদ ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত রয়েছে পবিত্র আল কুরআন। হাদিস শরীফগুলোরও আছে অক্ষত।