
আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের তিনটি এলাকায় নিরাপত্তা বাহিনী ও তালেবান গেরিলাদের মধ্যে প্রচণ্ড সংঘর্ষে ৩০ তালেবান ও ১৯ নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।
আফগানিস্তানে যখন শান্তি প্রতিষ্ঠার জন্য কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে আলোচনা চলছে তখন এই ভয়াবহ সংঘর্ষের খবর পাওয়া গেল।
নানগারহার প্রদেশে মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানী জানান, নাগরহার প্রদেশের তিনটি জেলায় আফগান সরকার সমর্থিত বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে দফায় দফায় হামলা চালায় তালেবানের সশস্ত্র সদস্যরা।
আতাউল্লাহ আরো বলেন, উভয়পক্ষের পাল্টাপাল্টি হামলায় ১১ নিরাপত্তা সদস্য ঘটনাস্থলেই প্রাণ হারান। সরকারি তথ্য মতে, দীর্ঘক্ষণের লড়াইয়ে কমপক্ষে ৩০ তালেবান যোদ্ধা নিহত হন। যদিও তালেবান সদস্য হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি এই গোষ্ঠীটি।
গতকালের এ সংঘর্ষের জন্য তালেবানকে দায়ী করেছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী আসাদুল্লাহ খালিদ। তিনি বলেন, “আমাদের পক্ষ থেকে কোনো হামলা হয় নি বরং শত্রুরা হামলা অব্যাহত রেখেছে এবং আফগানিস্তানে তারা রক্ত ঝরাচ্ছে।”
এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশের ভেতরে বহু জায়গায় তালেবান ও সরকারি সেনাদের সংঘর্ষ চলছে।
সুত্রঃ পার্সটুডে