
কামরুল হাসান ঠাকুরগাঁও প্রতিনিধিঃ দেশের উত্তরাঞ্চলে জনপ্রিয়তা বাড়ছে ড্রাগন ফলের। তুলনামূলক লাভ বেশি হওয়ায় বিভিন্ন জেলায় ড্রাগন ফলের বাগান গড়ে তুলছে তরুণ-যুবকরা।
এরই মধ্যে ঠাকুরগাঁওয়ে ড্রাগন ফলের চাহিদা বেড়ে যাওয়ায় অনেকেই ড্রাগন ফলের বাগান করেছেন। আর ফল বিক্রি করে বেশি লাভ হওয়ায় উৎসাহিত হচ্ছেন অন্যরাও। এদেরই একজন ঠাকুরগাঁওয়ের সদর গড়েয়া ডিগ্রি কলেজের শিক্ষক আবু জাফর।
গত বছর এ ফল বিক্রি করে তিনি আয় করেন ২০ হাজার টাকা। এতে তার উৎসাহ বেড়ে যায়। এখন তার বাগানে আছে ৬০০ টি ড্রাগন গাছ। এ বছরও অধিকাংশ গাছেই ফল ধরেছে। ড্রাগন ফলের চাষ আরো বাড়ানো হলে এ জেলার বেকারত্ব কমবে এমনটাই মনে করছেন স্থানীয়রা।
শিক্ষক আবু জাফর বলেন, বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা অনেক বেড়েছে।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফতাব হোসেন জানান, ঠাকুরগাঁও জেলার মাটি ড্রাগন চাষের জন্য উপযোগী। তাই কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ ফল চাষের জন্য কৃষকদের পাশাপাশি তরুণ-যুবকদের পরামর্শও দেয়া হচ্ছে।