
সময়ের কন্ঠস্বর ডেস্ক: রাজধানীর বনানীর আহমেদ টাওয়ারের ১৫ তলায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার কিছু আগে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদ আলী জানান, আজ রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টা ৩৪ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে।
তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি। হতাহতের কোনও খবরও পাওয়া যায়নি।