
নয়ন দাস, স্টাফ রিপোর্টোর, শরীয়তপুর: শরীয়তপুর জেলার নড়িয়া এবং সখিপুর থানার তৃনমুল পর্যায়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার পল্টন মিডনাইটসান চাইনিজ রেস্তোরায় নড়িয়া এবং সখিপুর থানার নেতাকর্মীদের উপস্থিতে এই প্রস্তুতিমূলক সভা করা হয়।
সভায় বক্তারা বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরন দীর্ঘদিন ধরে জেলার বাহিরে আছেন। বিভিন্ন কাজে সে ব্যাস্ত থাকায় তৃনমূলের বিএনপির নেতাকর্মীদের কোন ধরণের খোঁজ খবর রাখেন না। এতে নেতাকর্মীরা পড়েছেন দিধাদন্দে।
এদিকে জেলা কর্যালয়টিও বন্ধ রয়েছে দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে। দলীয় কোনও কর্মসূচি পালন করে না সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদের মধ্যে আবার সুভিদাবাদী কিছু নেতাকর্মী দুর্দিনে পাশে না থেকে যোগ দিচ্ছে ক্ষমতাশীন দলে। তাই বিএনপির নতুন নেতৃত্বের খাঁজছেন তৃনমূলের নেতাকর্মীরা।
এ সময় সখিপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক ও দক্ষিন তারাবুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুউদ্দিন দরজী সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সখিপুর থানা বিএনপির সাবেক সভাপতি ও আরশীনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম,জাকির সরদার, সখিপুর থানা যুবদলের সাবেক আহবায়ক সরোয়ার জাহান নিলু মুন্সী, শরিয়তপুর জেলা ছাত্রদল সি: সহ-সভাপতি মনির হোসেন, নড়িয়া উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মতিউর রহমান সাগর, নড়িয়া উপজেলা বি.এন.পি নেতা ডা: আমিনুর রহমান আমিনসহ আন্যরা।