
বিনোদন ডেস্কঃ মারা গেছেন প্রখ্যাত ভারতীয় সংগীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। শুক্রবার দুপুর ১টা বেজে ৪ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার মৃত্যুতে ভারতের সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।
করোনা থাবা বসিয়েছে শরীরে। আগস্টের প্রথম দিকে নিজের ফেসবুকে এমনটা নিজেই জানান বালাসুব্রহ্মণ্যম। অবস্থার অবনতি হলে ১৩ই অগাস্ট তাকে ভর্তি করা হয় চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে।
প্রায় এক মাস ধরেই ছিলেন আইসিইউয়ে। বুধবার রাত থেকেই অবস্থার অবনতি হতে থাকে। তীব্র শ্বাসকষ্টে ভুগতে থাকা বালাসুব্রহ্মণ্যমকে রাখা হয় লাইফ সাপোর্টে। ৮ই সেপ্টেম্বর তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তা সত্ত্বেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে ভেন্টিলেটর থেকে বার করা যায়নি।
জীবদ্দশায় পদ্মশ্রীসহ অজস্র পুরস্কার আর সম্মাননায় ভূষিত হয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যম। ১৯৪৬ সালের ৪ঠা জুন চেন্নাইয়ে জন্ম হয় তার। ছোট থেকেই সঙ্গীতের প্রতি ছিল বিশেষ অনুরাগ। ১৯৬৬ সালে ‘শ্রী শ্রী মর্যাদা রামান্না’ নামের তেলেগু ছবির মধ্যে দিয়ে সঙ্গীত জগতে হাতেখড়ি হয় তার।
নানান ভাষায় তার ৪০ হাজার গান রয়েছে। সর্বশেষ এসপি বালাসুব্রহ্মণ্যম করোনাভাইরাস নিয়ে একটি গান রচনা করেছিলেন। তার গানের মাধ্যমে তিনি সবার মধ্যে সচেতনতা প্রচার শুরু করেছিলেন। গানটি বেশ পছন্দ করেছিলেন তার ভক্তরা।