
অনিল চন্দ্র রায়, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ফুলবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪ তম জন্মদিন উপলক্ষ্যে আনন্দ র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা ছাত্রলীগের আয়োজনে একটি আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে স্থানীয় কাঁচারী মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে।
এ সময় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কেক কেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন করেন।
সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ,যুবলীগের সভাপতি আশরাফুল ইসলাম বুলবুল মন্ডল, সাধারণ সম্পাদক আবুবক্কর সিদ্দিক মিলন,প্রভাষক শংকর কুমার সেন ও নুরে আলম কবির লেবু, যুবলীগ নেতা লিটন, ছাত্রলীগ নেতা বায়জিদ বোস্তামী বাঁধন প্রমুখ।