
মোল্লা তোফাজ্জল, টাঙ্গাইল প্রতিনিধি- মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে স্বাধীনতা বিরোধী চক্রের ষড়যন্ত্র প্রতিহত করার প্রত্যয় নিয়ে টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (সেপ্টেম্বর) দুপুরে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।
এতে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের এমপি ছানোয়ার হোসেন, গোপালপুর-ভূঞাপুর আসনের এমপি ছোট মনির, পৌর মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা পরিষদের সদস্য কাদের তালুকদার, সদর উপজেলার সাবেক কমান্ডার জাহাঙ্গীর আলম প্রমুখ।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি ফজলুল হক বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ডেপুটি কমান্ডার আবুল কালাম আজাদ। এসময় জেলা ও বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানেরা উপস্থিত ছিলেন।