
আন্তর্জাতিক ডেস্কঃ আবারো উত্তপ্ত জম্মু-কাশ্মীর। একদিনের ব্যবধানেই শুক্রবার (২৭ নভেম্বর) নিয়ন্ত্রণ রেখায় আবারো গুলি ছুড়েছে পাকিস্তানের সেনারা। হামলায় ভারতের ২ সেনা নিহত হয়েছে।
নিহত দুজন হলেনঃ নায়েক প্রেম বাহাদুর খাতরি এবং রাইফেলম্যান সুখবীর সিংহ।
শুক্রবার (২৭ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়, যুদ্ধিবিরতি লঙ্ঘন করে পাকিস্তান হামলা চালিয়েছে। এতে ভারতের ২ সেনা নিহত হয়েছেন। হামলার পর ভারতও সমুচিত জবাব দিয়েছে।
জম্মু-ভিত্তিক সেনাবাহিনীর মুখপাত্র লে. কর্নেল দেবেনদার আনন্দ বলেন, রাজৌরি জেলায় এলওসির সুন্দরবানি সেক্টরে পাকিস্তান আর্মির হামলায় আহত ২ সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান আর্মি এ হামলা চালায়।
এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুঞ্চ জেলার লাইন অব কন্ট্রোলে পাক হামলায় এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হন। গুলিবিদ্ধ হন আরও এক বেসামরিক নাগরিক।