
দেওয়ান আবুল বাশার, স্টাফ রিপোর্টার: আসন্ন ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার মেয়র পদের নির্বাচনে নৌকা প্রতীকে আ’লীগের দলীয় মনোনয়ন পেলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সাবেক মেয়র মোঃ রমজান আলী।
সূত্র জানায়, আওয়ামীলীগের জেলা কমিটি তিনজন প্রার্থীর নাম কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। কেন্দ্রীয় কমিটি তিন জনের মধ্যে বাছাই করে জেলা আলীগের সহসভাপতি ও সাবেক মেয়র মোঃ রমজান আলীকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন।
উল্লেখ্যঃ রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ৩ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
প্রথম ধাপে ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ২৮শে ডিসেম্বর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।