
মোঃ রুবেল ইসলাম তাহমিদ, মাওয়া, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ ২৪কেজি ১০০গ্রাম ওজনের বিরল প্রজাতির বাঘাইর বিক্রি হয়েছে মাওয়া পদ্মাপাড়ে (মৎস্য পাইকারী) আড়তে।
আজ সোমবার ভোরে শরিয়তপুর নামক এলাকার পদ্মা থেকে এক জেলের জালের ধরা বড় ভিন্ন সাইজের এ বিরল প্রজাতির বাঘাইর মাছটি মাওয়া মৎস্য আড়তে আনেন।
এ সময় মাছটি তিনি ডাকে বিক্রি করেন ৩৩ হাজার টাকায়।মাওয়া এলাকার পাইকারী বিক্রেতা মোঃ রাজিব মাদবর নামের এক ব্যবসায়ির কাছে। সে ২৪কেজি ১০০গ্রাম ওজনের বাঘাইর মাছটি ১হাজার টাকা লাভে (৩৪”হাজার) টাকা দামে , ঢাকার এক ব্যবসায়ীর নিকট বিক্রি করেন।
নাদিম মৎস্য আড়তের মালিক মোঃ জালাল মিয়া জানায়, নদীতে পানি স্রোত বারার সাথে নদীতে প্রতি বছরের মতো নানা প্রজাতির মাছ ভেঁষে আসেন সাগর থেকে। তিনি জানান, রবিবার ভোররাতে লৌহজং উপজেলার ডহড়ি গ্রামের মোঃ জাকির হোসেনের জালে এ মাছটি ধরা পড়েছে ।
মধ্যরাত থেকেই মাঝপদ্মায় নৌকা নিয়ে জাল ফেলেন মোঃ জাকির।এ সময় ভোর রাতের দিকে হঠাৎ করে জালে আটকা পড়ে এ বিরল বাঘাইর মাছটি ।এক পর্যায়ে মৎস্য শিকারীরা বহু কষ্টে মাছটি টেনে নৌকায় তুলতে সক্ষম হন। পরবর্তীতে সকাল সাড়ে ৬ টায় জেলেরা মাছটি বিক্রির উদ্দেশ্যে মাওয়া ঘাটের নাদিম মৎস্য আড়তে মাছটি নিয়ে আসেন।
এ সময় উৎসুক জনতারা ঐ আড়তে ভীড় জমায়। আড়তে ২৪কেজি ১০০গ্রাম ওজনের এ মাছটির দাম ৩৩ হাজার টাকা ওঠে।তাৎক্ষণিকভাবে কিছু টাকা লাভের আশায় খুচরা বিক্রেতারা মাছটি এ দামে ডাকে কিনে নিয়ে ঢাকার পাইকারদের কাছে ৩৪ হাজার টাকায় বিক্রি করে বলে জানান মৎস্য আড়ৎ মালিক জালাল মৃধা।
তিনি আরো জানান , এ সাইজের বাঘাইর মাছ সচরাচর পদ্মায় মেলেনা ।দীর্ঘদিন ধরে আড়তে এ সাইজের বিরল প্রজাতির বাঘাইর মাছ আমরা দেখিনি ।এদিকে দাম সর্ম্পকে সংশ্লিষ্টরা বলেন দুর্লভ বিরল প্রজাতির পদ্মার বাঘাইর বড় আকারের হওয়ায় মাছের দাম এরকম বলে জানা গেছে।