
ষ্টাফ করেসপন্ডেন্ট, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহের নান্দাইল চৌরাস্তার আড়তদার মোস্তফা নামে এক ব্যক্তি ৩০ কেজি ওজনের একটি বাঘাইর মাছের দাম হেঁকেছেন এক লাখ টাকা। উপজেলার পৌর মাছ বাজারে বাঘাইরটি দেখতে উৎসুক জনতা ভীড় জমিয়েছেন।
মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে মাছটি হাওর এলাকা থেকে কিনে আনেন মোস্তফা। এখন পর্যন্ত দাম উঠেছে ৬০ হাজার টাকা।
এ বিষয়ে মাছটির বিক্রেতা মোস্তফা বলেন, মাছটি এক লাখ টাকা দামে কেনার মতো কোনো ক্রেতা পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত ৬০ হাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। আর কিছু দাম উঠলেই বিক্রি করে দেব। তবে মাছটি কেজি হিসেবে বিক্রির জন্য অনুরোধ জানিয়েছে অনেকেই।