
জামালপুর প্রতিনিধি: জামালপুরে মেলান্দহ উপজেলার পৌরসভা গেটের সামনে রাস্তার পাশে থেকে রোববার সকালে পুলিশ অজ্ঞাত এক ব্যক্তির (৩০) লাশ উদ্ধার করেছে।
পুলিশ জানায়, রোববার ৬ (ডিসেম্বর ) সকালে একজন থানায় খবর দেন- রাস্তার পাশে একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে মেলান্দহ পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহতের পরনে লুঙ্গি, গায়ে কালো রঙের গেঞ্জি ও শার্ট আছে। পুলিশ বলছে, নিহতের মাথায় ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর হাসপাতলে পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটি একটি দুর্ঘটনা । তবে রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যা, না সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যু।