
অন্তু দাস হৃদয়, স্টাফ রিপোটার- বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
এ সময় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি অধ্যাপক ড. মোঃ ইকবাল মাহমুদ, অধ্যাপক ড. মোঃ মাসুদার রহমান, অধ্যাপক ড. মীর মোঃ মোজাম্মেল হক, ড. মোঃ আছাদুজ্জামান শিকদার, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. পিনাকী দেসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-সম্পাদক অধ্যাপক ড. শামীম আল মামুন।
বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননার তীব্র প্রতিবাদ জানাই ও সুষ্ঠ দ্রুত বিচার দাবি করি। আমাদের সোচ্চার হতে হবে, বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে। বঙ্গবন্ধু মানে আমাদের স্বাধীনতা, পতাকা ও মাতৃভুমি।
বঙ্গবন্ধু ভাস্কর্য অবমাননা মানে স্বাধীনতা, পতাকা ও মাতৃভুমি উপর আঘাত হানা।