
আনিসুল ইসলাম, কাপাসিয়া(গাজীপুর)প্রতিনিধি: কাপাসিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে সদ্য যোগদানকৃত ওসি মোঃ আলম চাঁদ মতবিনিময় করেছেন।
মঙ্গলবার দুপুরে থানা ভবনের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সমস্যা ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
জানা যায়, ওসি মোঃ আলম চাঁদ গত ২৬ নভেম্বর কাপাসিয়া থানায় যোগদান করেন। তিনি উপজেলার বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরে তিনি মাদক, বাল্যবিবাহ, শিশুশ্রম বন্ধে এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেস ক্লাবের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, সঞ্জীব কুমার দাশ, এম. আসাদুজ্জামান সাদ, নুরুল আমিন শিকদার, মজিবুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আফজাল হোসেন, আনিসুল ইসলাম, এফ এম কামাল হোসেন, শামসুল হুদা লিটন, সমীর বনিক, মোঃ আঃ কাইয়ুম, শাকিল হাসান, তপন বিশ্বাস, আকরাম হোসেন রিপন, মাসুদ পারভেজ চৌধুরী প্রমুখ।